ইহা চট্টগ্রাম রাঙ্গামাটি প্রধান সড়কের ভেদভেদী এলাকায় অবস্থিত। এর পূর্ব নাম ছিল উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট। এটি ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৩ সালের ১ মে এটি জেলা পরিষদের আওতায় হস্তান্তর করা হয়। এখানে একটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যাদুঘরও আছে। এই ইনস্টিটিউটটি প্রতিষ্ঠালগ্ন থেকে তার লক্ষ্য ও উদ্দেশ্য এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ইনস্টিটিউটের ৪টি শাখা রয়েছে। যথা- (১) প্রশাসন ও অর্থ শাখা (২) সংস্কৃতিক শাখা (৩) গবেষণা ও প্রকাশনা শাখা এবং (৪) জাদুঘর ও লাইব্রেরি শাখা। ইনষ্টিটিউটের মোট ৬.৬৫ একর নিজস্ব জায়গা রয়েছে। এই জায়গার উপর দ্বিতলাবিশিষ্ট প্রশাসনিক ভবন, শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক অডিটরিয়াম ভবন, ত্রিতলবিশিষ্ট জাদুঘর, কাম লাইব্রেরি ভবন, আধুনিক অডিও রেকডিং সেন্টার, ত্রিতল বিশিষ্ট মিউজিক ট্রেনিং সেন্টার কাম আর্টিস্ট হোস্টেল, ঐতিহ্যবাহী মাচাং ঘরসহ উম্মুক্ত মঞ্চ নির্মিত হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস