রাঙ্গামাটি শহরের জিরো পয়েন্টে কর্ণফুলী হ্রদের গা ঘেঁষে জেলা প্রশাসকের ঐতিহ্যবাহী বাংলো অবস্থিত। শুধু সংযোগ সড়ক ছাড়া বাংলোর তিনদিকেই ঘিরে রেখেছে হ্রদের বিস্তীর্ণ জলরাশি। জেলা সদর দপ্তর চন্দ্রঘোনা থেকে রাঙ্গামাটিতে স্থানান্তরের পর এটি ১৮৬৮ খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়। সম্প্রতি ব্যাপক আঙ্গিক পরিবর্তন ও উন্নয়নের ফলে বাংলো এলাকাটি আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। বাংলোর পাশে ছোট টিলার উপরে রয়েছে একটি বাতিঘর ও কোচপানা নামক ছাউনী - যা একটি সুদৃশ্য সেতু দ্বারা বাংলোর সাথে সংযুক্ত। সেতু এবং ছাউনী থেকে পর্যটক ও দর্শনার্থীগণ অকাতরে হ্রদের রূপ-সুধা অবগাহণ করতে পারে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস