Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
জেলা সদরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে ডিসি ও এসপি
Details


হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব ২০২৪ উপলক্ষ্যে শনিবার রাঙামাটি পার্বত্য জেলার সদরসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান ও পুলিশ সুপার ড. এস এম ফরহাদ মহোদয়।

পূজামন্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় পূজামন্ডপে পৌঁছালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ফুলেল উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান। এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় সকলকে শারদীয় শুভেচ্ছা জানান এবং পূজায় আগত হিন্দু ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন। পূজামন্ডপ পরিদর্শনকালে প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তাগণ এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় তারা পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিতসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং কর্তব্যরত পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিতসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Images
Attachments
Publish Date
14/10/2024
Archieve Date
31/12/2026