রাঙ্গামাটি সদর উপজেলা সমগ্র পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মধ্যে সবচেয়েসুপরিচিত উপজেলা। এ উপজেলার নামকরণেরউপর সুস্পষ্ট কোন প্রামাণিক তথ্য নেই।তবে জনশ্রুতি বিদ্যমান যে, এখানকার প্রবাহমান ছড়া/ ঝর্ণার মাটির রং ইষৎলালহওয়ায় এ এলাকার নাম ‘‘রাঙ্গামাটি ’’ (অর্থাৎরঙ্গিন মাটি) হিসেবে কালক্রমেপরিচিতি লাভ করে। ১৯৬০ দশকের পূর্ব হতে ১৯৮৩ সন পর্যন্ত এ উপজেলাসাবডিভিশন হিসেবে এবং এ অফিস সাবডিভিশনাল অফিসারের কার্যালয় হিসেবেকার্যক্রম পরিচালনা করত। ১৯৮৩ সনে রাঙ্গামাটি সদর থানাকে উপজেলায় রুপান্তরকরার পর হতে বর্তমান অবধি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হিসেবেকার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রথম উপজেলা নির্বাহী অফিসার জনাব জয়নাল আবেদীন(১৯৮৩-১৯৮৫)।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS