রাঙ্গামাটি থেকে কাপ্তাই যাওয়ার নতুন সড়ক এটি। অটোরিক্মা/মাইক্রো দিয়ে যাওয়ার সময় ই সড়কের চারপাশের দৃশ্য উপভোগ করা য়ায়। এছাড়া চট্টগ্রাম থেকে নিজস্ব বা ভাড়া গাড়িতে করে এই সড়ক দিয়ে রাঙ্গামাটি আসা যায়। রাঙ্গামাটি-কাপ্তাই সংযোগ সড়কটি অনেক আঁকা-বাঁকা আর উচুঁ-নিচু পাহাড়ি পথ। এই সড়কের দুই পাশের মনোরম দৃশ্য পর্যটকদের নিকট খুবই উপভোগ্য। অনন্য বৈশিষ্ট্যের এমন সড়ক এদেশে আর দ্বিতীয়টি নেই। সড়কের একদিকে সবুজ পাহাড়ের সারি আর অন্যদিকে স্বচ্ছ নীল জলের হ্রদ। পাহাড়েরউপরের রাস্তায় দাড়িয়ে লেক আর পাহাড় দেখা পর্যটকদের নিকট আকর্ষণীয়।