Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শাখাসমূহ ও কার্যাবলী

১। সংস্থাপন শাখা

কাজ:(ক) নিয়োগ ও বদলী আদেশের কার্যক্রম গ্রহণ করা। (খ)স্থানীয় অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের ব্যক্তিগত নথি সংরক্ষণ করা। (গ) কর্মকর্তা ও কর্মচারীদের ছুটির হিসাব সংরক্ষণ ও কার্যক্রম গ্রহণ করা। (ঘ)যে কোন নির্বাহী আদেশ মোতাবেক কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা।(ঙ)জাতীয় সকল দিবস উদযাপন ও বাস্তবায়ন করা।              

২। গোপনীয় শাখা

কাজ:(ক)কর্মকর্তার গতিবিধি সংরক্ষন করা এবং ভ্রমণ ডায়েরী প্রস্তুত ও সংরক্ষণ করা। (খ) কর্মকর্তার নিকট বিভাগীয় নথিপত্র উপস্থাপন করা। (গ) কর্মকর্তার ব্যক্তিগত এবং অফিসের গোপনীয় কার্যক্রম সম্পাদন করা ও রেকর্ডপত্র সংরক্ষণ করা। (ঘ) মাসিক রিপোর্ট ও পরিদর্শন প্রতিবেদন প্রস্তুত ও প্রেরণ নিশ্চিত করা। (ঙ) নির্বাহী আদেশ বাস্তবায়ন করা।

৩। হিসাব শাখা

কাজ: (ক) কর্মকর্তা /কর্মচারীদের মাসিক বেতন বিল প্রস্তুত এবং বেতন ভাতা উত্তোলন ও বিতরণ করা। (খ) কর্মচারীদের বার্ষরিক বেতন বৃদ্ধির হিসাব করা ,সার্ভিস বহি লিখন,বাজেট প্রস্তুত ও মন্ত্রণালয় বাজেট প্রেরণ। (গ) মাসিক সকল ধরণের ব্যয়ের হিসাব সংরক্ণ, বিল প্রস্তুত ,পাওনা পরিশোধ ইত্যাদি কাজ সম্পাদন করা।(ঘ) মাসিক সকল প্রতিবেদন উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ নিশ্চিত করা।

৪। সার্টিফিকেট শাখা

কাজ:(ক) বিভিন্ন ব্যাংক/সংস্তা থেকে আগত সার্টিফিকেট মামলা রুজু করা,খাতককে নোটিশ করে দাবী আদায় এবং মামলা নিষ্পত্তি করা। (খ)সার্টিপফকেট মামলার মাসিক প্রতিবেদন উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ নিশ্চিত করা। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করা ।

৫। আইসিটি শাখা

কাজ : সকল সরকারি অফিসে লোকাল এরিয়া নেট্ওয়াক স্থাপন, সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণ, ভিডিও কনফারেন্সিং ব্যবস্থা করা, ওয়েব সাইট আপগ্রেড করণ ও ই-মেইল আদান-প্রদান করা।

৬। শিক্ষা শাখা :

(ক) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মচারীদের বেতন ভাতা বিল উপস্থান (খ)পাবলিক পরীক্ষায় অফিসিয়াল সার্বিক সহযোগিতা প্রদান (গ) কমিটির সভা অনুষ্ঠান নির্ধারণ (ঘ) বিদ্যালয় মনিটরিং কাজে কর্মকর্তাকে সার্বিক সহযোগিতা প্রদান করা।