রাঙামাটিতে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের প্রাঙ্গনে অনুষ্ঠিত তারুণ্যের উৎসব ২০২৫ এর মাসব্যাপী অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। এসময় পুলিশ সুপার ড. ফরহাদ হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে একটি বর্ণ্যঢ্য র্যালি জিমনিসিয়াম মাঠ থেকে বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তারুন্যের গুরুত্বপূর্ণ সময়টা গড়ে তোলতে এ উৎসবের আয়োজন করা হয়েছে। তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে পরিবার, সমাজ, দেশকে গড়ে তোলতে হবে।
জেলা প্রশাসক আরও বলেন, চলতি মাসের ১৬ তারিখ থেকে ২৫ জানুয়ারী পর্যন্ত শহীদ আব্দুর শুক্কুর মাঠে ১০ দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। সেখানে উদ্যোক্তা এবং উদ্ভাবনকারীরা অংশ নেবেন। মেলায় এ অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি তুলে ধরা হবে।
এ ছাড়াও তারুণ্যের শক্তি মজবুদ করতে মাসব্যাপী বিভিন্ন খেলাধূলার আয়োজন করা হয়েছে। তরুণদের সেখানে অংশ নিতে তিনি অনুরোধ জানান।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS