Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
রাঙামাটিতে শীতবস্ত্র বিতরণ
Details
চলমান শৈত্য প্রবাহে রাঙামাটির শীতার্ত ও দুস্থ মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে পাশে দাঁড়িয়েছে রাঙামাটি জেলা প্রশাসন।
শীত মোকাবিলায় দুস্থ শীতার্তদের মাঝে বিতরণের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল এবং ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কম্বলসসমূহ গতকাল বিকেল থেকে রাঙামাটি জেলার বিভিন্ন স্থানে একযোগে বিতরণ করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জেলা শহরের বিভিন্নএক হাজার  দুস্থ ও দরীদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন,  জেলা প্রশাসক মোহাম্মদ হাবীব উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, সদর উপজেলা নির্বাহী অফিসারসহ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনারবৃন্দ।
শীতার্ত গরীব ও অসহায় পরিবারগুলো প্রশাসনের এই উষ্ণ সহায়তা পেয়ে  আনন্দিত। তারা এ উদ্যোগের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা  প্রকাশ করেন।
জেলা প্রশাসনের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়।
Images
Attachments
Publish Date
04/01/2025
Archieve Date
04/01/2026