রাঙামাটিতে ১৮টি দলের অংশগ্রহণে শুরু হয়েছে রাঙামাটি রিজিয়ন টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। রাঙামাটি রিজিয়নের পৃষ্ঠপোষকতা এবং রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বৃহস্পতিবার সকালে রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে এই টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।
রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ’র সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন রাঙামাটি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরী, লেফটেন্যান্ট কর্নেল মাহতাব খান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি এডভোকেট মামুনুর রশীদ মামুন, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক আবু সাদাত মো. সায়েম।
এসময় বক্তারা বলেন, খেলাধূলার মাধ্যমে যুবকদের শরীর গঠনের পাশাপাশি তারা নেশা থেকে দূরে থাকে। খেলাধূলা জীবনকে শৃঙ্খল হতে শেখায়। রাঙামাটি রিজিয়নের উদ্যোগে এমন আয়োজন জেলার ক্রিকেটাররা আবারো প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেলো। এতে তারা তাদের ক্রিকেটিয় নৈপূণ্য প্রদর্শনের সুযোগ পেয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS